ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

সালমানের জন্য নয় বছর অপেক্ষা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ২৯ মে ২০১৮ | আপডেট: ১৮:২৫, ২৯ মে ২০১৮

বলিউড সুপারস্টার সালমান খান ফের উপস্থাপনা শুরু করছেন। নয় বছর পর টিভির পর্দায় ফিরছে জনপ্রিয় টেলি শো ‘দশ কা দম’ নিয়ে। এই শো’র মাধ্যমেই ছোট পর্দায় পা রেখেছিলেন সালমান খান। এই শো নয় বছর সালমানের জন্য অপেক্ষা করেছে। তাই আবার বলিউডের ‘সুলতান’ সঞ্চালনা করবেন এই শো। গতকাল রাতে মুম্বাইয়ের ফিল্ম সিটির স্টুডিওতে ‘দশ কা দম’ অনুষ্ঠান নিয়ে সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সালমান খান। এখানে চিরচেনা ভঙ্গিতে সাংবাদিকদের সঙ্গে ‘দশ কা দম’ খেলেছেন তিনি।

বলিউডের অন্যতম সুপারস্টার সালমান খান চা বানাতে পারেন? পাঠক, আপনি তা জানতে চান? তাহলে চোখ রাখতে হবে ভারতের সনি চ্যানেলের ‘দশ কা দম’ অনুষ্ঠানে। তবে তার আগে সালমান নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন। নয় বছর পর আবার টিভির পর্দায় ফিরছে জনপ্রিয় টেলি শো ‘দশ কা দম’। এই শো দিয়েই ছোট পর্দায় পা রেখেছিলেন সালমান খান। আবার বলিউডের ‘সুলতান’ সঞ্চালনা করবেন এই শো। গতকাল রাতে মুম্বাইয়ের ফিল্ম সিটির স্টুডিওতে ‘দশ কা দম’ অনুষ্ঠান নিয়ে সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সালমান খান। এখানে চিরচেনা ভঙ্গিতে সাংবাদিকদের সঙ্গে ‘দশ কা দম’ খেলেছেন তিনি।  

‘দশ কা দম’ অনুষ্ঠানের জন্য নয় বছর প্রতীক্ষা করতে হলো। কেন? জানা গেল, এর কারণ সালমান খান নিজেই। সনি চ্যানেলের এই শোর সঞ্চালক হিসেবে এবার একাধিক বলিউড তারকার নাম শোনা যায়। কিন্তু গতকাল সংবাদ সম্মেলনে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের ইভিপি এবং বিজনেস হেড দানিশ খান বলেন, ‘সালমান খান ছাড়া আর কেউ এই শো সঞ্চালনা করবেন, তা আমরা ভাবিনি। তাই এই নয় বছর অপেক্ষা করতে হয়েছে।’

সালমান খান ছাড়া ‘দশ কা দম’ অনুষ্ঠানের সঞ্চালক আর কে হতে পারেন? একজন সাংবাদিকের এই প্রশ্নের পর কিছু না ভেবেই সালমান খান বললেন, ‘শাহরুখ খান।’ এরপর তিনি আরও বলেন, ‘আমার জায়গায় শাহরুখ খান, আমির খান, আক্কি (অক্ষয় কুমার), সঞ্জু (সঞ্জয় দত্ত) এই শো সঞ্চালনা করতে পারেন।’

‘দশ কা দম’ অনুষ্ঠানে সালমান খানকে নিয়ে কোনো প্রশ্ন থাকছে? সালমান খান বলেন, ‘সনি টিভি একটা প্রশ্ন রেখেছে, কত শতাংশ ভারতীয় মনে করেন সালমান চা বানাতে পারেন। প্রশ্নটা খুবই মজার। আর এর উত্তর হলো, আমি খুব ভালো চা বানাতে পারি।’

সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার সিইও এনপি সিং সালমানকে আবার সনির ‘দশ কা দম’ অনুষ্ঠানে ফিরে আসার জন্য স্বাগত জানান। সালমান আবেগতাড়িত হয়ে বলেন, ‘এই অনুষ্ঠানের মাধ্যমে আমি টিভি দুনিয়ায় পা রেখেছি। এটা টিভিতে আমার প্রথম শো। তাই এই শো আমার হৃদয়ের খুব কাছের। আমাকে বলা হয়, নয় বছর আগের সেই শো এবার নতুন করে সাজানো হচ্ছে। নতুন সিরিজ হবে। শুনে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই।’

সালমান খান এই শো প্রসঙ্গে বলেন,‘নয় বছর আগে শুরু হওয়া এই শো এখন সব দিক থেকে আরও উন্নত হয়েছে। শো করার সময় আমি যখন সাধারণ মানুষের সঙ্গে দেখা করি, তখন আমি খুব সাবধান থাকি যে আমার কোনো ব্যবহারে তারা যেন কষ্ট না পান। এমনকি যারা শোটি দেখছেন, তারাও যেন কোনোভাবে আমার ব্যবহারে আঘাত না পান।’

তবে টিভির পর্দায় সালমান নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে আসছেন। কারণ শিগগিরই কালারস টিভি চ্যানেলে আসছে সালমানের আরেকটি জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস সিজন ১২’। আর ‘বিগ বস’ সিরিজের এই শো সম্পূর্ণ নতুন ভাবনা নিয়ে সাজিয়েছে কালারস।

গতকাল রাতে বলিউডের ‘সুলতান’ সম্পূর্ণ অন্য মেজাজে ধরা দেন। এবার ঈদে আসছে তার নতুন ছবি ‘রেস থ্রি’। এ ছবিটি ঘিরে উন্মাদনা ক্রমশ বাড়ছে। গতকাল রাতে ‘দশ কা দম’ নিয়ে সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগে ‘রেস থ্রি’ ছবির নতুন ট্রেলার দেখানো হয়। সালমান খান জানান, তিনি একটি ‘স্পুফ’ বানিয়েছেন। আর ‘রেস থ্রি’ ছবির এই মজার স্পুফ দেখে ‘বলিউডের ভাইজান’ নিজেই হাসিতে ফেটে পড়েন। ইদানীং তাকে এত খুশি হতে দেখা যায়নি। তবে একজন সাংবাদিকের প্রশ্ন শুনে একটু রেগে যান। তবে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেন।

‘রেস থ্রি’ ছবির ট্রেলার লঞ্চের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে ট্রোল করা হচ্ছে। এই ট্রোল সালমান কীভাবে নিচ্ছেন? একটু রেগে তিনি বলেন, ‘কারা এই ট্রোল করছেন। যাঁরা করছেন, তাঁদের ফলোয়ারস একজন কিংবা দুজন হবে। একে ট্রোলিং বলবেন। যাঁরা এই ট্রোল নিয়ন্ত্রণ করছেন, তাঁদের আপনি চেনেন? একে আমি ট্রোল হিসেবে কখনোই মনে করি না।’ সালমান জানান, ‘দশ কা দম’ অনুষ্ঠানের মঞ্চে ‘রেস থ্রি’ ছবির প্রচারণা হবে। আর বলিউডের অনেককেই দেখা যাবে এই মঞ্চে।

সনি চ্যানেলে আগামী ৪ জুন থেকে শুরু হচ্ছে ‘দশ কা দম সিজন থ্রি’। সপ্তাহের প্রতি সোম ও মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে আটটা থেকে দেখা যাবে দেড় ঘণ্টার এই অনুষ্ঠান।

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি